ট্রান্সজেন্ডার ইসলামে কেন হারাম ?

Transgender Photo

ট্রান্সজেন্ডার কি?

যখন একজন জন্ম থেকেই সম্পূর্ণভাবে তার সেক্স নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ সে একজন ছেলে বা মেয়ে তা নির্দিষ্ট থাকে, কিন্তু পরবর্তীতে তার চরিত্রে এমন কিছু বৈশিষ্ট্যের উদ্ভূত হয়, যেমন কেউ যদি মেয়ে হয়ে জন্ম নেয় এবং পুরুষ ভাব তার মধ্যে প্রকট এবং পুরুষের আচরণ পোশাক ইত্যাদি তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তবে তাকে ট্রান্সজেন্ডার বলে এবং এক্ষেত্রে সে হবে ট্রান্সজেন্ডার-পুরুষ (Trans-men) অর্থাৎ ট্রান্সজেন্ডার হল সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন।

তিন পদ্ধতিতে ট্রান্সজেন্ডার হয়ে থাকেঃ

১. শরীরে বিপরীত লিঙ্গের হরমোন নেওয়ার মাধ্যমে।
২. সার্জারীর মাধ্যমে শরীরের বিশেষ অঙ্গরে পরিবর্তন করে।
৩. সম্পূর্ণ কাল্পনিক অর্থাৎ পুরুষ মনে করবে সে মহিলা আর মহিলা মনে করবে সে পুরুষ।

transgender2

হিজড়া ও ট্রান্সজেন্ডার এর মধ্যে পার্থক্য?

হিজড়া হল একটি গোষ্ঠী যারা পুরুষ ওঁ নারীদের থেকে আলাদা ধরনের যৌন অঙ্গ নিয়ে জন্ম গ্রহণ করে। সুতরাং এখন যারা জন্মগতভাবে অস্বাভাবিক এবং কিছু যৌন ত্রুটি বা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করে, যাকে আমরা হিজড়া বলি, ইংরেজিতে তাদের বলা হয় ইন্টারসেক্স (Intersex)। পক্ষান্তরে ট্রান্সজেন্ডাররা ইন্টারসেক্স নয়, তারা সম্পূর্ণরূপে পুরুষ বা নারী হিসেবে জন্মগ্রহণ করে এবং পরে লিঙ্গ পরিবর্তন করে। ট্রান্সজেন্ডার কে আমরা তৃতীয় লিঙ্গ বলতে পারি না। তবে হিজড়াদের কে তৃতীয় লিঙ্গ বলা যায়। হিজড়া ঐতিহাসিক ভাবেই পুরনো শব্দ।

Religion

ইসলামে কেন হারাম ?

প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, ট্রান্সজেন্ডার মহান আল্লাহর বিরুদ্ধে চরম সীমালঙ্ঘন। এটি আল্লাহর সৃষ্টিতে ইচ্ছাকৃত পরিবর্তন আনা, সমলিঙ্গের মধ্যে যৌনতাসহ নানা বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ যা ইসলামে হারাম।

সুরা-ত্বিন, আয়াত-৪ এ মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আমি (আল্লাহ) মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’ আল্লাহ তাআলা আমাদের যে স্বাভাবিক শরীর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন, সেটাই আমাদের জন্য উৎকৃষ্ট নিয়ামত। ইসলামী বিধি-বিধানের বাইরে গিয়ে একে পরিবর্তন-পরিবর্ধনের অধিকার আমাদের নেই। লিঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুনাহ। এর সঙ্গে আপস করার কোনোই সুযোগ নেই।

সব ইসলামী আইনবিদ এ বিষয়ে একমত যে ট্রান্সজেন্ডার হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিতে বিকৃতিসাধন, যা সুস্পষ্ট হারাম। আবার অনেকের ভাষ্য মতে এটি কুফরি। তাফসিরে কুরতবিতে ইমাম কুরতবি (রহ.) বলেন, আল্লাহর সৃষ্টিতে কোনোরূপ পরিবর্তন করা নাজায়েজ। (তাফসিরে কুরতবি : ৫/৩৯৩)

3 thoughts on “ট্রান্সজেন্ডার ইসলামে কেন হারাম ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *